• বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ার খোকসা নামেই পৌরসভা, মিলছে না নাগরিক সেবা বেনাপোলে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক  ত্রিশালে তথাকথিত রংধনু টিভির মালিক আনোয়ার সাদাত জাহাঙ্গীরের বিরুদ্ধে দুই মামলার গ্রেপ্তারি পরোয়ানা মাধবপুরে বড় ভাইয়ের বউ নিয়ে ছোট ভাই নিরুদ্দেশ যারা গায়েবি মামলা করেছিলেন এবার তাদের চিহ্নিত করতে রিট ড. ইউনূসকে শুভকামনা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী আরও ৩ হত্যা মামলায় গ্রেপ্তার সালমান-আনিসুল-সাদেক-শাজাহান অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে গুলিতে নিহত সেনা কর্মকর্তা সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ৪ দিনের রিমান্ডে পরিস্থিতি যাই হোক, ড. ইউনূসের পাশে থাকবেন সেনাপ্রধান

শ্রীনগরে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করায় ক্ষোভে দুলাভাইকে কুপিয়ে হত্যা

Reporter Name / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ শ্রীনগরে বাঘড়া ইউনিয়নে রুদ্রপাড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে ক্ষোভে রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই শ্যালক।বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়ায় এঘটনা ঘটে। নিহত রাসেল স্থানীয় রশিদ খানের ছেলে। জানাগেছে, নিহত রাসেলের স্ত্রীর বড় ভাই মো. শেখ রহমান (৩২) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের নেশা হতে মুক্ত করতে ছোট বোন জামাই রাসেল তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে। এনিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

বৃহস্পতিবার ভোরে রুদ্রপাড়া এলাকায় বসত ঘরে ঘুমিয়ে থাকা রাসেলের মাথায় কুড়াল দিয়ে কোপ দেন রহমান। অনেক চেষ্টা করেও কোড়ালটি মাথা থেকে বের করতে না পেরে গুরুত্বর আহত অবস্থায় তাকে দোহার জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আবুদুল্লাহ আল তায়েবীর বলেন, স্ত্রীর বর ভাই বোন জামাইকে কুপিয়ে হত্যা করেছে। লাশ ঢাকা দোহার জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে হাপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। দির্ঘদিনের পারিবারিক কলহ ও মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি নিয়ে এই হত্যাকন্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে। এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার জানান, মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা নিয়ে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত রহমান পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category