নির্বাচিত হয়েই জনতার উদ্দেশ্যে প্রথম ভাষণে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবি সন্ত্রাস চাঁদাবাজ জুয়া ইভটিজিং ও মাদক মুক্ত স্মার্ট ফুলপুর উপজেলা গড়ার ঘোষনা দিলেন। বুধবার রাত বারোটায় ফুলপুর বাসস্ট্যান্ডের শেরপুর রোডের মোড়ে ফলাফল ঘোষণার অপেক্ষায় থাকা হাজারো জনতার উদ্দেশ্যে বক্তব্য দিতে যেয়ে এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন শত বাধা ও ষড়যন্ত্রের মুখে জনগণ একটি একটি করে অর্ধলক্ষ ভোট দিয়ে জনগণ আমাকে নির্বাচিত করেছে, জীবনের শেষ সময় পর্যন্ত আমি ফুলপুরবাসীর সেবা করে যেতে চাই। যারা আমাকে ভোট দিয়েছেন যারা ভোট দেননি সবাইকে নিয়ে ফুলপুর উপজেলাকে সন্ত্রাস চাঁদাবাজ জুয়া ইভটিজিং ও মাদক মুক্ত স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে সবার সহযোগিতা চান তিনি।
এ সময় তিনি তার কর্মী সমর্থক কে প্রতিহিংসামূলক কোন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন জনগণ ভোটের মাধ্যমে সকল কিছুর জবাব দিয়ে দিয়েছে আপনারা শান্ত থাকুন । সাবেক মন্ত্রী স্থানীয় এমপি শরীফ আহমেদ সহ আওয়ামী লীগ-বিএনপি জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জনতার উদ্দেশ্যে তিনি আরো বলেন আমার দরজা ফুলপুরবাসীর জন্য সব সময় খোলা থাকবে, আমার কাছে কোন মাধ্যম হয়ে আসতে হবে না।আপনারা আমার কাছে সরাসরি আসবেন আমি যেকোনো সমস্যা সমাধানের চেষ্টা করব । উল্লেখ্য উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪৯৩৯১ ভোট পেয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান (হাবি) আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আতাউল করিম রাসেল ঘোড়া প্রতীক পেয়েছেন ৩৬ ২১৬ ভোট।
বুধবার রাত ১২ টার দিকে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফজলুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। একসময় ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম সহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও চেয়ারম্যান পদে মো: ইমরান হাসান পল্লব হেলিকপ্টার প্রতীক নিয়ে ১৩৩১৩ ভোট, মনিরুল হাসান টিটু মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৮৬৭ আফতাব উদ্দিন দোয়াত কলম প্রতীক নিয়ে ৮১২ ভোট পেয়েছেন। অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুস সবুর সবুজ বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে মোট ৬৯৬০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১১৯১৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পান্না আক্তার ফুটবল প্রতীক নিয়ে মোট ৬২৯৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইসচেয়ারম্যান রোকিয়া পারভিন কলস প্রতীক নিয়ে ৩৫৫০৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। তথ্য মতে ফুলপুর উপজেলায় মোট ভোটার ২৮৪৭৮৯ জন। পুরুষ ভোটার: ১৪৪৬৫০ জন, নারী ভোটার: ১৪০১৩৮ জন, হিজরা ভোটার: ১ জন। এর মধ্যে ১০৪৩৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নুরুল আমিন প্রতিনিধি ফুলপুর ময়মনসিংহ