• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

সমালোচনা করবো, তবে সরকারকে ব্যর্থ হতে দেবো না: রিজভী

সংবাদদাতা / ৫ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব  প্রতিবেদক: সরকারের প্রতি সমালোচনা থাকবে, কিন্তু তাদের ব্যর্থ হতে দেবেন না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারণ বর্তমানে সমালোচনা করলেও গুম বা ক্রসফায়ারের আশঙ্কা নেই।শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি নামের একটি বইয়ের প্রকাশনা উৎসবের আলোচনায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, অবাক লাগে, ভারতের মতো মিডিয়া কেমন নির্লজ্জ মিথ্যাচার করছে। শেখ হাসিনা না থাকায় এ দেশে যে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে তা তারা মেনে নিতে পারছে না।নেতা-কর্মী ও সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশে থেকে শেখ হাসিনা যা ইচ্ছা তা বলে এখানে বিশৃঙ্খলা উসকে দিচ্ছেন। আমাদের সতর্ক থাকতে হবে, কোনো নৈরাজ্যের কারণে প্রতিবিপ্লব যেন উঁকি দিতে না পারে। আমরা গণতান্ত্রিক রাস্তা ধরে এগিয়ে যাব।

বিএনপির এই নেতা বলেন, এখন সমালোচনা করলে গুম বা ক্রসফায়ারের ভয় আর নেই। আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না।সাংস্কৃতিক দিক বিবেচনায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছেলেমেয়েরা এবার সরকার পতনে অনেক বড় কাজ করেছে বলে উল্লেখ করেন রিজভী। বিএনপির এই মুখপাত্র বলেন, যেকোনো আন্দোলনের সফলতা সংস্কৃতি কর্মীদের ওপর নির্ভর করে। যারা গ্রাফিতি করেছেন এবার, তারা অসাধারণ কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...