• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:

সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যে লাকির বিরুদ্ধে মানহানির মামলা করবে বিএমইউজে

বিশেষ প্রতিনিধিঃ / ৭৯ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

বিশেষ প্রতিনিধি : ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (সদ্য সাবেক) সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী ও নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এক হাজার কোটি টাকার মানহানি মামলা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)। বুধবার (৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সংগঠনটির নেতারা এ ঘোষণা দিয়েছেন।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, নরসিংদী জেলার রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি সাংবাদিকদের টাকা দেওয়ার মিথ্যা গুজব ছড়িয়ে সাংবাদিকতা’কে বিতর্কিত করায় সম্মানহানির জন্য ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হবে।

বিএমইউজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের সভাপতি মোঃ খায়রুল আলম রফিক, কেন্দ্রীয় বিএমইউজে যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, মোশারফ হোসেন নীলু, সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন, এম এ আকরাম, খালেকুজ্জামান পান্নু, জুয়েল খন্দকার, ঢাকা মহানগর বিএমইউজে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মনি এবং আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...