• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:

সাংবাদিকের উপর হামলা! প্রকাশ্যে বিচরণ অপরাধীরা প্রশাসন নীরব

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ / ১৩৪ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় সাংবাদিকের উপর হামলা! প্রকাশ্যে বিচরণ অপরাধী’রা চারদিন পেরিয়ে প্রশাসন নিরব। হামলার শিকার সাংবাদিক আমিনুল ইসলামের অভিযোগ, ৪দিন ধরে লিখিত অভিযোগ করলেও তা মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে না। ফলে আসামি এখনও গ্রেফতার হয়নি।

এবিষয়ে শ্রীনগর উপজেলার সাংবদিকবৃন্দ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন

সাংবাদিকের অভিযোগ, হামলাকারী’রা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কয়েকবার অভিযোগ নিয়ে গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তা আমলে নেননি। সাংবাদিক আমিনুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু’র হাতে মার খেয়েছি এবং আহত হয়েছি, এটা সাংবাদিকের জন্য লজ্জার।’

মামলা চারদিন ধরে না নেওয়ার অভিযোগের বিষয়ে ওসি আব্দুল্লাহ আল- তায়েবীর, বিডিসি ক্রাইম বার্তা’কে বলেন, অভিযোগে কিছু ভুল আছে। একটু যোযণ- বিয়োযণ করতে হবে, আপনি সন্ধ্যায় আসেন, অভিযোগ নেয়া হবে। আর মামলা না হওয়ায় কাউকে আটক বা গ্রেফতারও করা হয়নি।

তবে ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, এ ঘটনায় ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে প্রধান আসামি করে একাদিক জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হলেও রহস্য জনক ভাবে অভিযোগ টি মামলা হিসেবে গ্রহণ করা হচ্ছে না।

গত ১৮ জুন মঙ্গলবার মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকায় বাজার করতে গেলে,ঐ ইউনিয়নের আঃ লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত আমিনুল ইসলাম’কে পিটিয়ে ও ইট- পাটকেল মেরে আহত করে। সেদিন তাৎক্ষণিক এলাকাবাসী মানববন্ধনে অংশ গ্রহণ করে।

তারই ধারাবাহিকতায় ২২ জুন শনিবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে শ্রীনগর উপজেলার সাংবাদিকবৃন্দ মানববন্ধনে অংশ গ্রহণ করে। সাংবাদিক’রা বলেন, একজন সাংবাদিক’কে দিবালোকে প্রকাশ্যে হামলা করল থানায় অভিযোগও হলো। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করায় সাংবাদিকের মহলে নানা প্রশ্ন উঠেছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম কর্মী হয়েও সরকার দলীয় লোকের কাছে মার খাওয়া খুবই লজ্জার ব্যাপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...