মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ওর তার ছেলে ফাহিম ফরমান রিফাতসহ ২২ জনের আসামি করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।
নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। গত বুধবার রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়।
একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের পরই পালিয়ে যাওয়া মামলার প্রধান আসামি বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে শনিবার (১৭ জুন) সকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাবু ছাড়া অন্যদের পরিচয় জানা যায়নি। গ্রেপ্তার অন্য ১০ জন চেয়ারম্যান বাবুর অনুসারী বলে জানা গেছে।