• বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

সাইকেল আরোহী কমিটির ডাকে, সাইকেল মশাল RALLY.

সমরেশ রায় ও শম্পা দাস, (ভারত): / ৫১ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সমরেশ রায় ও শম্পা দাস, (ভারত): ১৬ ই নভেম্বর শনিবার, ঠিক সন্ধ্যা ছটায়, সাইকেল আরোহী কমিটির ডাকে রাসবিহারী মোড় থেকে রবীন্দ্র সদন পর্যন্ত এক সাইকেল মশাল মিছিল করলেন। মশাল জ্বালিয়ে সাইকেলে‌ চলে, এই মিছিলে যোগ দেন , জুনিয়র ডাক্তার ফোরাম। প্রাই পঁচিশ থেকে ত্রিশটা সাইকেল এই মিছিলে অংশগ্রহণ করেন।

তাদের দাবী অভয়া বিচার পাক, কলকাতায় সাইকেল থাক, অবিলম্বে কলকাতার রাস্তায় সাইকেল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, পুলিশি হয়রানী বন্ধ করতে হবে, কলকাতার রাস্তায় সাইকেল আরোহীদের শান্তি পূর্ণ ভাবে চলাচল করতে দিতে হবে।

একি ভাবে অভয়ার সঠিক বিচার এর সাথে সাথে, সাইকেল নিয়ে চলাফেরার সঠিক বিচার রাখতে হবে, যাহাতে সাধারণ মানুষ সাইকেল এর উপর নির্ভর শীল হয়ে থাকতে পারে। কলকাতা শহরে সাধারণ কেটে খাওয়া মানুষেরা সাইকেলের উপর নির্ভর শীল, যে কোনো আপদে বিপদে ছুটে যায় এক প্রান্ত থেকে করে প্রান্তে, পেটের জ্বালায় সকাল সন্ধ্যা বেরিয়ে পরে সাইকেল নিয়ে।

তাই আজ একদিকে যেমন অভয়ার সঠিক বিচার চায় , আমরাও সঠিক বিচারের জন্য পাশে দাঁড়িয়েছি, তেমনি পুলিশি হয়রানী বন্ধ করে, সঠিক আইন করতে হবে, পুলিশি জুলুম করা চলবে না, সাইকেল আরোহীদের হয়রানি করা চলবে না, যদি সঠিক বিচার ও হয়রানি বন্ধ না হয় , আমরা আরো বৃহত্তর আন্দোলন করবো। আজ আমরা শুধু রাসবিহারী মোড় থেকে রবীন্দ্রসদন পর্যন্ত এই মশাল মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...