বনি আমিন (ঢাকা) থেকেঃ নারী ও শিশু নির্যাতম দমন মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিঠু’কে রাজধানীর লালবাগ এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল ০৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১৬:৩০ ঘটিকায় র্যাব- ১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর লালবাগ থানাধীন পুরাতন থানার সামনের এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বরিশাল জেলার বানারীপাড়া থানার জিআর মামলা নং-২৪/১৪ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের মামলা নং-২৬১/১৪, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী ২০০৩) এর ১০; মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মিঠু, পিতাঃ- শামছু হাওলাদার, সাং- উমারেরপাড়, থানাঃ- বানারীপাড়া, জেলাঃ- বরিশাল’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে রাজধানীর লালবাগ সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।