আব্দুল হালিম (সাপাহার) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও সকাল ৯ টায় বর্ণাঢ্য র্যালী এবং বেলা ১১টায় জিরো পয়েন্টে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাপাহার থানা জাতীয়তাবাদী ছাত্র দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মো: সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাবেক সাংগঠিনক আব্দুর রহিম,আহব্বায়ক শাহ আলম, যুগ্ম আহব্বায়ক আব্দুর রহমান কল্লোল, গোয়ালা ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মোকলেছুর রহমান মুকুল, বিএনপি নেতা আব্দুল্লাহ আনছারী, সাপাহার উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক মো: আক্কাস আলী, সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন রিফাত, যুগ্ম আহবায়ক রেজওয়ান, আবু সাঈদ, সেলিম, আকতারুল, মাসুদ ও সদস্য সচিব হাসান আলী সহ আরো অনেকে। এসময় পুরো জিরো পয়েন্ট এলাকা অসংখ্য বিএনপির নেতা কর্মী ও ছাত্রদলের নেতা কর্মীদের উপস্থিতিতে সরগরম ছিল।