আব্দুল হালিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে মঙ্গলবারে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। সাপাহার উপজেলা সৎস্য দপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মৎস্য সপ্তাহে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তরের পুকুরে মাছের পোনা অব-মুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এর পর বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহের তৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভাচ্যুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এর পর উক্ত অনুষ্ঠানে সাপাহার উপজেলার জবই বিল ও উপজেলায় মৎস্যচাষ নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: রুজিনা পারভীন,অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা প্রাণী-সম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী প্রমুখ বক্তব্য প্রদান করেন।