সিরাজদিখান প্রতিনিধিঃ নবগঠিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ায় মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা’কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিঙ্গাপুর ওয়ান ফেরার হোটেলে আয়োজিত একটি অনুষ্ঠানে নব নির্বাচিত মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহার সাথে শুভেচ্ছা বিনিময় করেন সিঙ্গাপুরে কর্মরত জেলার টংগিবাড়ি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খান শিপু,।
উপজেলার বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এস এম মজিবুর রহমান,হৃদয় খান, মোঃ তুহিন, মোঃ শুভ, মোঃ সাগর, মোঃ কাইয়ুম, মোঃ তন্ময় ও মোঃ রাকিবসহ সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী বিএনপির নেতাকর্মীরা।