• বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

সিরাজদিখানে আওয়ামী লীগ নেতা নাদিম আটক

সিরাজদিখান প্রতিনিধিঃ / ১০৪ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সিরাজদিখান প্রতিনিধিঃ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগ সিরাজদিখান উপজেলা শাখার সহ-সভাপতি নাদিম হায়দার নামে এক আওয়ামী নেতাকে গ্রেফতারে করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার উত্তর তাজপুর গ্রামস্থ তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে সিরাজদিখান থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার সকালে প্রয়োজনীয় পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। সে উত্তর তাজপুর গ্রামে নাজিম মুন্সীর ছেলে। এদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পদবী ধারী ক্যাডার ও ভূমি দস্যু মোক্তারের সহযোগী নাদিম হায়দারের গ্রেফতার’কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার দুপুরে সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে উপজেলা মোড় বাসষ্ট্যান্ড এলাকায় মিষ্টি বিতরণ করেন স্থানীয় জনতা। এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা সাইফুল ইসলাম খান, সুজন শেখ, সাইফুল হাওলাদার ও অপু সহ আরো অনেকে।

সিরাজদিখান থানা থেকে জানানো হয় তাকে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় ধরে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...