সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ- “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র; শান্তি শৃঙ্খলা সর্বত্র,পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ অক্টোবর সকাল ১০ টায় থানা আঙ্গিনা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাজার এলাকা ঘুরে থানা আঙ্গিনায় এসে শেষ হয়।বেলা ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান থানা পুলিশের উপ-পরিদর্শক গোবিন্দ লাল দে এর সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান র্সাকেল) মোস্তাফিজুর রহমান রিফাত।এসময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ছিনতাই, ইভটিজিং সহ সমাজে আইনশৃঙ্খলা অবনতি সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ- সময় উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ হাজী আব্দুল করিম। এছাড়া উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার উপ পরিদর্শক মোহাম্মদ ইমরান খান, উপ পরিদর্শক সাদ্দাম মোল্লা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি হয়।#