• সোমবার, ১২ মে ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

সিরাজদিখানে গাছের সাথে বাসের সংঘর্ষে আহত ৬

শ্রাবণ মাহমুদ (সিরাজদিখান) থেকেঃ / ৯৪ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

শ্রাবণ মাহমুদ (সিরাজদিখান) থেকেঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাছের সাথে বাসের সংঘর্ষে  ৬জনআহত  হয়েছে। সোমবার দুপুর পৌনে ২ টার দিকে উপজেলা রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও মসজিদের সড়কের পাশেই দূর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হওয়ার কারনে নেত্রকোনা জেলার কলমা কান্দা থানার মৃত- আবদুল কাদের এর ছেলে মোঃ মাইনুউদ্দিন (২৭) কে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে

আরো আহত ব্যক্তিরা হলেন মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের করিম বেপারীর ছেলে লিটন (৩৫), মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামের আঃ আজিজের ছেলে মোঃ দিদার খান (৫২), ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের শেখ রফিউদ্দিনের ছেলে সোলাইমান (৫৮), ফতুল্লা থানার বক্তবলি গ্রামের মৃত- আজিম উদ্দিনের ছেলে মোঃ রাসেল (৪৫), টঙ্গীবাড়ী উপজেলার আঃ রহিম (৪০)।

বাসে থাকা যাত্রী আবদুল্লাহ ঢালী  সাংবাদিকদের জানান আমি ও আমার বন্ধু বেতকা থেকে বলাকা পরিবহনে ঢাকার উদ্দেশ্যে উঠেছিলাম। ইছাপুরা চৌরাস্তা থেকে বাসের চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে হিরনের খিলগাঁও এসে গাছের সাথে সংঘর্ষের ঘটনা ঘটায়। এতে অনেকেই আহত হয়। আমিও হালকা ব্যাথা পেয়েছি। আমি সহ বাসের অনেক যাত্রী অনেক বার বাস চালক’কে মোবাইল ফোনে কথা বলে বাস চালাতে নিষেধ করে কিন্তু সে কারো কথা না শুনে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাতে থাকে, এর কিছুক্ষণ পরেই দূর্ঘটনা ঘটে। আমরা এ চালকের আইনগত ভাবে বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মারুফ রাইয়ান বিডিসি ক্রাইম বার্তা’কে জানান, দুপুর ২ টা ১০ মিনিটের সময় বাস দূর্ঘটনা পরে ৬ জন যাত্রী কে আহত অবস্থায় স্থানীয়’রা হাসপাতালে নিয়ে আসে। আমরা ৬ জনকে প্রথমিক চিকিৎসা দিয়েছি। এর মধ্যে এক জনের অবস্থা গুরুতর হওয়ার কারনে তাকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। বাকি ৫ জন’কে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বিডিসি ক্রাইম বার্তা’কে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, শুনেছি কয়েক জন আহত হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে চলে গেছ। এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...