শ্রাবণ মাহমুদঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার মধ্যপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মুখলেসুর রহমান তালুকদার সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে পারিবারিক কাজ সেরে নারায়ণগঞ্জ থেকে আসার পথে মুন্সিগঞ্জ সিরাজদিখান মালখানাগর রোডের কুন্ডের বাজার ব্রিজ সংলগ্নে ঢাকা থেকে ছেড়ে আশা বাসের সাথে মুখামুখি সংঘর্ষ হলে ব্যাটারি চালিত অটো রিক্সাটি ছিটকে পরলে চালক সহ বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান তালুকদার গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন খবর পেয়ে তাড়াতাড়ি মুন্সিগঞ্জ সদর হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে পরে তার মরদেহ তার নিজ বাড়িতে মধ্যপাড়ায় আনলে তার শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা দূর দূরান্ত থেকে এক নজর শেষ দেখার জন্য ছুটে আসে এ বিদায় জানো কোন মতেই মেনে নিতে পারছেনা তার রেখে যাওয়া সন্তানদের আহাজারি আর কান্নায় বাতাস যেন ভারী তার মৃত্যু কালে বয়স হয়ে ছিল ৭৫ বছর তিনি স্ত্রীসহ তিন কন্যা ও তিন পুত্র সন্তান রেখে জান।
তাদের কারো প্রতি কোন অভিযোগ নেই তারা শুধু বলেন আমার বাবা চলে গেছে আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাত নসিব করেন শুক্রবার সকাল 9 টায় মাস্টার আব্দুর রহমান একাডেমি খেলার মাঠে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার নামাজে জানাজা সম্পন্ন হয় পরে তাকে মোস্তফাগঞ্জ কবরস্থানে চির শায়িত করা হয়।