বিশেষ প্রতিবেদকঃ রাজধানী ঢাকার উত্তরা থেকে সিলেট- ২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী’কে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাতে উত্তরার নিজ বাসা থেকে র্যাব-১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর উত্তরা ক্যাম্প কমান্ডার মেজর আহনাজ ও র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মো. মশিউর রহমান সোহেল।
র্যাব-১ ও র্যাব-৯ দায়িত্বশীল সুত্র জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ইয়াহিয়া চৌধুরীর নামে সিলেটের কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য ও হত্যা চেষ্টা মামলা রয়েছে। তাকে উত্তরায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ইয়াহিয়া চৌধুরী’কে গ্রেফতারের পর সোমবার রাতেই সিলেটে নিয়ে যাওয়া হয়েছে। তাকে সিলেটের কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে (রওশন পন্হী) জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দলটির পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।