• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআই মঞ্জুর কাদের ভূইয়া এখন চকরিয়া থানার ওসি! কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ লৌহজংয়ে ছাত্র‍দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক হুমকি দিয়ে ছড়িয়ে দেয়া হয়েছে তিশার নাম্বার সরকারের আশ্বাস অনুযায়ী সময়ে ভোট না হলে সন্দেহের সৃষ্টি হবে’ ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ গোয়েন্দা সংস্থার সুপারিশে ৪৩তম বিসিএসে ২২৭ জন বাদ: জনপ্রশাসন মন্ত্রণালয় ময়মনসিংহে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলাম মোস্তফা বাবু চৌধুরী’র আনন্দ শোভাযাত্রা টিকিট না পাওয়ার ক্ষোভে কাউন্টারে আগুন-ভাঙচুর

সুবর্ণচরে জমি সংক্রান্ত বিরোধের জের, বিষ প্রয়োগে মাছ নিধন

আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ / ১২৫ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ- নোয়াখালী সুবর্ণচরে একটি মৎস খামারে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।শনিবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ চরক্লার্ক গ্রামে (শান্তি মার্কেট) এলাকায় আসাদুল হকের পুত্র আব্দুল আলিমের মৎস খামারে এ ঘটনা ঘটে।

বিষ প্রয়োগের ফলে প্রজেক্টের প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে। ক্ষতিগ্রস্ত আব্দুল আলিম বলেন, প্রায় দেড় একর জায়গার উপর দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। এবার খামারে ব্রিগেড, তেলাপিয়া, সিলভার কার্প, রুই, কাতল সহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। কিছু দিনের মধ্যেই মাছ গুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।

শনিবার রাত ৯টা মোটরসাইকেল যোগে একই ইনিয়নের ৬নং ওয়ার্ড কেরামতপুর এলাকার মৃত আবুল খায়েরের পুত্র আমির রসুল (৪৫) ও চরক্লার্ক গ্রামের লেদনের পুত্র ভুট্টুকে আমার খামারের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেছি, এর কিছুক্ষণ পরেই আমার মৎস খামারের মাছ মরে ভেসে উঠেছে, সকালে খামারের পাড়ে একটি বিষের বোতল পড়ে থাকতে দেখি।খামারে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, আমাকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে আমির রসুল বলেন, আব্দুল আলিমের মাছ নিধনের বিষয় আমি কিছুই জানিনা, আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে। সুবর্ণচর উপজেলা মৎস কর্মকর্তা খোরশেদ আলম জানান, বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয় টি শুনেছি, ক্ষতিগ্রস্তকে আইনি সহযোগিতা নিতে পরামর্শ দিয়েছি।

চরজব্বর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বলেন, মাছ নিধনের বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...