সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালীতে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন সৈয়দ মাছ-উদ-রুমী সেতুর টোল আদায় বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিরুল আরাফাত, কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান, কুমারখালী উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম সহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সৈয়দ মাছ-উদ রুমী সেতুর নির্মাণ ব্যায় অনেক আগেই পুনরুদ্ধার হলেও এখন পর্যন্ত টোল আদায় চলমান রয়েছে। সেতুর টোল স্থায়ীভাবে বন্ধের দাবী জানান তারা।#