• শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

স্বামীর মারপিটে ৭ মাসের অন্তঃসত্তা নারী আহত-

সংবাদদাতা / ১৭১ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

গীতি গমন চন্দ্র রায় ঠাকুরগাওঁঃ- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত ২৫/০৮/২০২২ইং বৃহস্পতিবার রাতে ৯ নং সেনগাঁও ইউনিয়নের হরসূয়া গ্রামের বিদেশী রায়ের পুত্র শুভ রায় গভীর রাতে নেশা পান করে বাসায় এসে নিজ স্ত্রী সুমিরানীকে (১৭) কে বেধরক মারপিটে আহত করে। আহত সুমি রানী আশংকা জনক হলে গত ২৫/০৮/২০২২ বৃহস্পতিবার বিকালে তাকে সুচিকিৎসার জন্য পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বর্তমানে সুমি রানী আহত অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে সুমি রানীর সাথে কথা হলে তিনি সাংবাদিক কে জানান আমার বিয়ে হওয়ার ৭/৮ মাস হচ্ছে বিয়ের পর থেকেই আমার স্বামী আমাকে প্রায় মারপিট করে থাকে আমি আর মারপিট সহ্য করতে পারছি না। আমি একজন অসহায় নারী রাতে নেশা পান করে এসে আমার স্বামী আমাকে বাঁশের বাতা দিয়ে বেধরক মারপিট করলে আমি গুরুত্বর অসুস্থ হয়ে পড়ি।আমি এর সুষ্ঠু বিচার চাই।

এবিষয়ে সুমি রানীর পিতার সাথে কথা হলে তিনি বলেন একজন অন্তঃসত্ত্বা স্ত্রীকে এভাবে মারপিট করা তার উচিত হয়নি আমি এর ন্যায় বিচার দাবী করছি।এ রিপোর্ট লেখা পর্যুন্ত মামলার প্রস্তুতি চলছিল।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...