আলতাফ হোসেন অমিঃ
ঢাকা জেলার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচরে ‘হযরতপুরের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হযরতপুর মানবিক ইউনিট এর উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা হযরতপুর মানবিক ইউনিটের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি প্রবাসী মোহাম্মদ তুহিন রানা ও সাধারণ সম্পাদক শাহআলম মোক্তার পরিচালনায়, প্রবাসী ভাইদের অর্থায়নে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রবাসী সদস্য মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ আলামিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম শাওন, শিমু,রুবেল, সহ হযরতপুর মানবিক ইউনিটের অন্যান্য সদস্য বৃন্দ।
আরো উপস্থিত ছিলেন হযরতপুর ইউনিয়নের তা’লিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন, মসজিদের ইমামসাব। ইফতারের আগ মুহূর্তে সংগঠনের সামাজিক কর্মকান্ডের ধারাবাহিকতা ও মুসলিম উম্মাহের সুখ- শান্তি সুনাম এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।