বিডিসি ক্রাইম বার্তা ডেস্কঃ- ১০ অক্টোবর দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে), ট্যুরিষ্ট পুলিশ ইউনিট, ঢাকা হিসেবে সদ্য পদায়নকৃত জনাব হাবিবুর রহমান বিপিএম (বার),, পিপিএম (বার) জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মাননীয় ইন্সপেক্টর জেনারেল তাকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার),, পিপিএম (বার) মহোদয়ের পদায়নের এ আদেশ দেয়া হয়েছে। একই আদেশে তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে), ট্যুরিষ্ট পুলিশ ইউনিট, ঢাকায় বদলি করা হয়েছে।#