আল আমিন, নিজস্ব প্রতিবেদকঃ দেশব্যাপী তীব্র গরমের কারণে আমাদের সাধারণ মানুষের জীবন এখন মৃত্যুর সন্নিকটে। তাই পৃথিবী শীতল রাখতে হলে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পেতে হলে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমতাবস্থায় হিউম্যান রাইটস সোসাইটি’র উদ্যেগে ৩২০ টি নিম গাছ এবং কৃষ্ণচূড়া গাছ রোপণ করে সংগঠন টি ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময়ে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস সোসাইটি এর প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন আহমেদ হিমেল। ও সাধারণ সম্পাদক মো: ইয়াসিন মোল্লা, আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস সোসাইটির সদস্য মোঃ ইসরাফিল ইসলাম (মনির), মোঃ সাগর মল্লিক, মোঃ সেলিম শিকদার, মোঃ সজিব শিকদার, মারুফ, রয়েল, মোঃ শান্ত। সবাই এক সাথে মিলে মিশে কাজ করাই আমাদের লক্ষ্য বলে জানান সংগঠনের সদস্য বৃন্দ।