• সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিলো ৫ প্রাণ

অনলাইন  ডেস্ক: / ১১০ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

অনলাইন  ডেস্ক: রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। প্রতিনিয়ত আক্রান্ত রোগী সংখ্যা বাড়ার পাশাপাশি মৃতের তালিকাও দীর্ঘ হচ্ছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী। পাশাপাশি এই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে আরও এক হাজার ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি মাসের প্রথম ১৩ দিনেই ডেঙ্গুতে ৭৫ জন মারা গেলেন। চলতি বছরে এখন পর্যন্ত ৩৭২ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে গত অক্টোবর মাসেই ১৩৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৭৬ হাজার ২১ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৮৪ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৩১২ জন, খুলনা বিভাগে ১৬০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ২৮ জন ও সিলেট বিভাগে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকাল পর্যন্ত সারাদেশের হাসপাতাল গুলোতে চার হাজার ৯৫ জন চিকিৎসা নিচ্ছিলেন। উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...