নিজস্ব প্রতিবেদকঃ দুই বছরে দেশের ৬১ হাসপাতালে ৮৪ জন সাংবাদিক বেপরোয়া হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। দিনে দিনে সরকারি হাসপাতালগুলো যেন টর্চার সেল হয়ে উঠেছে। ডাক্তার-কর্মকর্তারাও হয়ে উঠছেন দুর্বৃত্তদের শিরোমনি।
দুর্বৃত্তদের পাহাড়ায় যথেচ্ছা অপকর্ম চলে, প্রকাশ্যেই চলে ওষুধ চুরি, ঘুষ লেনদেন, রোগি ভাগানো থেকে শুরু করে সব ধরনের অপরাধ। এ কারণে হাসপাতালের আশে পাশে রিপোর্টার’রা গেলেই তারা হামলে পড়েন, মেতে উঠেন বেপরোয়া তান্ডবে।
গতকালও শেরপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সেলিম মিঞা কর্তৃক হামলা ও লাঞ্ছিতের শিকার হয়েছেন সময় টিভির শেরপুরের রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও ক্যামেরাপার্সন বাবু চক্রবর্তী।