• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

৯ হাজার ৪ শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সংবাদদাতা / ১৮০ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২

বিডিসি ক্রাইম বার্তা ডেস্কঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৯,৪০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার সংলগ্ন হোয়াইক্যং ব্রীজ হইতে কক্সবাজার-টেকনাফ পশ্চিম পাশে মহাসড়কের উপর মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল ০৬/০৮/২০২২ তারিখ আনুমানিক ১৫.০০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে আসামী মোঃ ইউনুছ (২৪), পিতা-শামসুল আলম, মাতা-শাহানা আক্তার, সাং- হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট, ০২ নং ওয়ার্ড, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা কক্সবাজারকে গ্রেফতার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হাতে থাকা কালো পলিথিন ব্যাগের ভিতর হতে সর্বমোট ৯,৪০০ (নয় হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...