• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:

পর্যটন স্পট জয়নাল আবেদীন শিমুল বাগান এলাকা থেকে ইয়াবাসহ গ্রেফতার ১

সংবাদদাতা / ৪৫ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বিশেষ প্রতিবেদক : পর্যটন স্পট জয়নাল আবেদীন শিমুল বাগান এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা সহ আশিক নূর নামে এক মাদক কারবারি’কে গ্রেফতার করেছে পুলিশ।আশিক নূর সুনামগঞ্জের তাহিরপুরের বাদা ঘাটের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

সোমবার উপজেলার বাদাঘাট ইউনিয়নের মাণিগাঁও জয়নাল আবেদীন শিমুল বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করে বলেন, তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে’র পুলিশী টহলদল দল তাকে ইয়াবা সহ গ্রেফতার করে।

সোমবার রাতে উপজেলার মাণিগাঁও জয়নাল আবেদীন শিমুল বাগান এলাকার আশে পাশে থাকা একাধিক গ্রামের লোকজন জানান, সুনামগঞ্জের তাহিরপুরের দর্শনীয় পর্যটন স্পট মাণিগাঁও জয়নাল আবেদীন শিমুল বাগানে আসা অধিকাংশ বিপথগামী পর্যটক গণ’কে ঘিরে মাণিগাঁও, আদর্শ গ্রাম, ঘাগটিয়া, কামড়াবন্দ, মোল্লাপাড়া, শিমুলতলা, গরিয়াবাজ, চন্দ্রপুর, মোল্লাপাড়া, গুটিলা, দীপচর, মধুয়ার চর গ্রামের শতাধিকের উপর ইয়াবা, গাঁজা, বিদেশি মাদক কারবারি গত কয়েক বছর ধরে নির্ব্রিগ্নে দিবারাত্রী মাদক বিক্রির হাট বসিয়েছে।

তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, গ্রেফতার আশিক নূর সহ তার সাথে থাকা পালিয়ে যাওয়া অপর দুই সহযোগী সহ তিন ইয়াবা কারবারির বিরুদ্ধে থানায় সোমবার মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...