কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় র্যাবের সঙ্গে রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্র-বিস্ফোরকসহ আরসার শীর্ষ কমান্ডার মাস্টার ইউনুসসহ চারজনকে আটক করা হয়। সোমবার (১৮ ডিসেম্বর) মাঝরাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযানের সময় এ ঘটনা ঘটে। কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা পরিকল্পনা করছে একদল দুষ্কৃতকারী।
এমন তথ্য পেয়ে র্যাব-১৫ একটি আভিযানিক রাতে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের অভিযানে যায়। সেখানে পৌঁছার পর র্যাবের উপস্থিতি টের পেয়ে আরসার সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষায় র্যাবও গুলি ছোড়ে। তিনি আরও বলেন, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্যে নিয়ে মঙ্গলবার দুপুরে কক্সবাজার র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।