• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

মাদারীপুরে উদ্ধার হল ১৫ লিটার মদ তৈরির সরঞ্জাম

সংবাদদাতা / ১৯৫ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে গভীর রাতে অবৈধ মদ তৈরির কারখানায় অভিযান চালায় ডাসার থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামানের নেতৃত্বে এস আই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (৯ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলার পশ্চিম দর্শনা মধু সুদন দে এর বসত ঘরের পিছনে খুপড়ি ঘরে অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ তৈরির মুলহোতা মধু সুদন দে (৫০) ঘর থেকে পালিয়ে যায়। সে উপজেলার পশ্চিম দর্শনা মৃত মাদব চন্দ্র দে এর ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ লিটার মদ তৈরির সরঞ্জাম, একটি ড্রাম, দুটি পাতিল ও একটি প্লাস্টিকের খালি বোলত উদ্ধার করে।পলাতক আসামি মধু সুদনের বিরুদ্ধে মাদকদ্রব্য মদ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল নিজ হেফাজতে রাখার অপরাধে ডাসার থানায় একটি মামলা হয়েছে।

এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান জানান, মদ তৈরি এবং বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫ লিটার চোলাই মদ তৈরির সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করা হয়েছে। অবৈধ মদ তৈরির দায়ে মাদক দ্রব্য আইনে ডাসার থানায় একটি মামলা রুজু হয়েছে। তিনি আরও বলেন ডাসার থানাকে মাদকমুক্ত রাখতে থানা পুলিশ সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...