• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নিঃস্বার্থ সামাজিক সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত

৫০ কোটি টাকার সম্পত্তি অবৈধ ভাবে দখল, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সংবাদদাতা / ১৯৩ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরে প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। কোন অনুমতি ছাড়াই অবৈধ ভাবে ভরাট করা হয়েছে ডুবা। এতে বন্ধ হয়ে গেছে এলাকাবাসীর পানি নিষ্কাশনের ড্রেন সহ সবগুলো রাস্তা। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দা ভূমিটি উদ্ধারের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজেন ব্যানার্জী জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অবৈধ দখলদার যেই হোক সেটি উচ্ছেদ করা হবে।সরেজমিন ঘুরে ও কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় প্রধান সড়কের পাশে মোতালিব প্লাজা ও ঠিকাদার আহাদ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে ৪১৪০ দাগের প্রায় ১ একর (একশ’ শতাংশ) সরকারি ডুবা জাতীয় জমি রয়েছে।

যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এ জমিটি দীর্ঘদিন ধরে ডুবা হিসেবেই পরিত্যক্ত ছিল। এখানেই ওই এলাকার বৃষ্টির পানি নামছিল। কিন্তু সম্প্রতি ওই জমিটি কয়েকজন দুষ্কৃতিকারী দখলে নেয়ার পায়তারা করছে। তারা ইতি মধ্যেই মাটি দিয়ে ডুবাটি ভরাট করে নিয়েছে। নিজেদের দখল জানান দিতে তৈরী করেছে ঘরও। এদিকে ওই ডুবাটি ভরাট হয়ে যাওয়ায় বাণিজ্যিক এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চলতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। অনেকেই সেচ মেশিন দিয়ে পানি নিষ্কাশন করতে দেখা গেছে।

এ অবস্থায় স্থানীয়দের দাবি অবিলম্বে যেন জমিটি দখলদারদের কবল থেকে উদ্ধার করা হয়। এদিকে উক্ত ভূমি দখলের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই এলাকার বাসিন্দা ভোক্তভোগী রাশিদুজ্জামানের স্ত্রী শিল্পী আক্তার জেলা প্রশাসকের নিকট ডুবাটি উদ্ধারের দাবি জানিয়ে একটি আবেদন করেছেন। এতে তিনি উল্লেখ করেন, রেখা তালুকদার নামে এক মহিলা তার স্বজনদের নিয়ে ওই ডুবাটি দখলের চেষ্টা করছেন। অথচ তিনি ওই এলাকারই বাসিন্দা নন। উক্ত ডুবার আশেপাশে তার কোন জমিও নেই।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...