• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:

ডিএমপি’র ওয়ারী বিভাগের শ্রেষ্ঠ সহকারী উপ-পুলিশ কমিশনার মনোনীত হলেন শামসুল ইসলাম নয়ন

মনির হোসেন, স্টাফ রিপোর্টারঃ / ১৮৫ পাঠক ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

মনির হোসেন, স্টাফ রিপোর্টারঃ ঢাকার শ্যামপুর ও কদমতলী থানা এলাকায় মাদক উদ্ধার ও নির্মূলে জিরো টলারেন্স, ভূমি দস্যুদের দমন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিশেষ ভূমিকা রাখায়, বিভিন্ন মামলার নিষ্পত্তি, অফিসিয়াল কাজের নিষ্পত্তি সহ কুখ্যাত অপরাধী চক্রের বিরুদ্ধে সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ গ্রহণ করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ওয়ারী বিভাগের, সেরা সহকারী কমিশনার (এসি) নির্বাচিত হয়েছেন মো. শামসুল ইসলাম নয়ন। বৃহস্পতিবার (২৭ই জুন২০২৪ ) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায়,ওয়ারী বিভাগের সুযোগ্য উপ- পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল হোসেন বিপিএম (বার) এর হাত থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন তিনি ।

গত ( মে ) মাসের ২০২৪ সালের পারফরমেন্স বিবেচনায় তিনি এ স্বীকৃতি পান। শামসুল ইসলাম ডিএমপির ওয়ারী বিভাগের শ্যামপুর জোনে সাফল্যের সাথে সিনিয়র এসি হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রেষ্ঠ সহকারী উপ-পুলিশ কমিশনার নির্বাচিত হওয়ার অনুভূতি জানতে চাইলে শামসুল ইসলাম বলেন, ‘দেশের মানুষের সেবা করার জন্য এই পেশায় এসেছি। এটা আমাদের একটি রেগুলার কাজ। আর যে কোনো ভালো কাজের স্বীকৃতি সব সময়ই ভালো লাগে। কাজের স্পৃহা বাড়িয়ে দেয়।

প্রসঙ্গত, ডিএমপির ওয়ারী বিভাগের শ্যামপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সিনিয়র এসি) মোঃ শামসুল ইসলাম নয়ন ৩৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন সদস্য মাধ্যমে, বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর জন্মস্থান চাঁদপুর। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এবং একজন জন বান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে জনগণকে কাঙ্ক্ষিত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে ইতোমধ্যেই ডিএমপি’তে সুপরিচিত হয়ে উঠেছেন মোঃ শামসুল ইসলাম নয়ন।বিশেষ করে সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে তার বিশেষ সুনাম রয়েছে। এই তরুণ পুলিশ কর্মকর্তা ।

মাসিক এ পর্যালোচনা সভায় ডিএমপির ওয়ারী বিভাগের মধ্যে প্রথম হয়েছে, অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি’র ওয়ারী বিভাগের উপ- পুলিশ কমিশনার মোঃ ইকবাল হোসাইন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপি’র ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আলাউদ্দিন ও মোহাম্মদ শামীম সহ ডিএমপি’র ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...