• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

মুন্সিগঞ্জে গাঁজাও ফেনসিডিল সহ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতাঃ / ৯৯ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব সংবাদদাতাঃ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০৩ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ১১:৩০ মিনিটে র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলোদিয়া ইউনিয়নের মণিপাড়া, গোয়ালিমান্দ্রা এলাকার একটি বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান অবৈধ মাদক মজুদ করে রেখেছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের উক্ত এলাকার অভিযান পরিচালনা করে আনুমানিক ৩১,২০,০০০/- (একত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা মূল্যমানের ১০৩ (একশত তিন) কেজি গাঁজা ও ১০ (দশ) বোতল ফেনসিডিল সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকরা হলেন, সাতমড়িয়া এলাকার সামাদ মিয়ার ছেলে বিল্লাল মিয়া ও গুচ্ছ গ্রামের মোঃ ওহিদুল ইসলামের ছেলে ২। মোঃ সজিব সরদার’কে গ্রফতার করে।

প্রেস বিজ্ঞপ্তি বলেন , গ্রেফতারকৃত আসামী’রা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজা ও ফেনসিডিল সহ অন্যান্য মাদক দ্রব্য সংগ্রহ করে উল্লেখিত বাড়ীতে মজুদ করে রাখত। পরবর্তীতে তাদের সুবিধামত মুন্সিগঞ্জ ও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়রছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...