• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

যশোরে র‍্যাবের হাতে ফেনসিডিল সহ দুইজন আটক

রিফাত আরেফিনঃ / ৩৬ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

রিফাত আরেফিনঃ বেনাপোলে র‌্যাব ৬ এর অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা। শনিবার দিবাগত রাত ৪টার সময় উপজেলার সীমান্তবর্তী পুটখালি গ্রামে অভিযান চালিয়ে ২‘শ ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়। উদ্ধার ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, পুটখালী পশ্চিমপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে ইনামুল হোসেন (২০) ও একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে শামীম মোড়ল (২৭)।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেনেন্ট মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পুটখালী ইউনিয়নের নাসিরের আম বাগানের পূর্ব পাশের ধইঞ্চা খেতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়- বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিক্তিতে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃতদের দেখানো মতে উক্ত ধইঞ্চা খেতের মধ্যে পানির মধ্যে লুকানো অবস্থায় মোট ২‘শ ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৮ লাখ১০ হাজার টাকা মাত্র)।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে ফেন্সিডিল সহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...