• বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

এক অটোরিকশাকে চাপা দিল ট্রাক-কাভার্ড ভ্যান, নিহত ৪

গাজীপুর প্রতিনিধি : / ১৩ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা- ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান সামনে থাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্থলেই একজন নিহত হন। গুরুতর আহত তিনজন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন বাসন থানার ওসি রাহেদুল ইসলাম।

তিনি জানান, কাভার্ডভ্যান ও ট্রাকের চাপায় পড়ে একটি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, সড়ক দুর্ঘটনায় চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। মরদেহ গুলো মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...