মোঃ সুজন বেপারীঃ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন জয়গায় বাল্য বিবাহ ছড়িয়ে পরেছে, স্কুল ও মাদ্রাসা পড়ুয়া মেয়েদের কে প্রেমের জালে ফাঁসিয়ে এক শ্রেণির বখাটে ছেলে’রা কিছু দিন পরে সম্পক্ষ গভীর হলে গোপনে কাজী অফিসে নিয়ে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পালিয়ে যায় এমন প্রশ্নের অভিযোগ উঠেছে সাধারণ জনসম্মুখেে তা নিয়ে সতর্ক বার্তা দিলেন, মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
এ ছাড়াও রেজিস্ট্রারের বিভিন্ন জায়গায় বর ও কনের জন্মের তারিখ লিপিবদ্ধ করা হয় না। এমন কি বিবাহ পড়ানো ব্যক্তি, সাক্ষী, কনে ও কাজীর সই ও থাকে না। বে আইনি প্রক্রিয়ায় অবৈধ ভাবে অর্থ আদায়ের জন্য এ সব অভিনব কৌশল অবলম্বন করা হয় বলে কাজীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, বাল্য বিয়ে হলো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক ভাবে বিয়ে। বাংলাদেশে ‘বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭’ অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স ১৮ এবং ছেলেদের ২১ বছর। এর আগে বিয়ে করলে সেটি বাল্য বিয়ে বলে গণ্য হবে।
বাল্য বিয়ের শাস্তি এই আইনের ৭ ধারায় বলা হয়েছে, প্রাপ্ত বয়স্ক কোনও নারী বা পুরুষ বাল্য বিয়ে করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। তার জন্য দুই বছর কারাদণ্ড অথবা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় কে দণ্ডে দণ্ডিত হবেন। তবে উভয় দণ্ড পেলে অর্থদণ্ড অনাদায়ে তিন মাস কারা দণ্ডে দণ্ডিত হবেন।
এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক কোনও নারী বা পুরুষ বাল্য বিয়ে করলে এক মাসের আটক আদেশ কিংবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় এ ধরণেরর শাস্তি পাবেন।
বাল্য বিয়ে সংশ্লিষ্ট বাবা- মা সহ অন্যান্য অভিভাবকের শাস্তি আইনের ৮ ধারায় বলা হয়েছে, বাবা- মা অভিভাবক অথবা অন্য কোনও ব্যক্তি, আইনগত ভাবে বা আইন বহির্ভূত ভাবে কোনও অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির ওপর কর্তৃত্ব সম্পন্ন হয়ে বাল্য বিয়ে সম্পন্ন করলে অথবা করার অনুমতি বা নির্দেশ দিলে অথবা নিজেদের অবহেলার কারণে বিয়ে বন্ধ করতে ব্যর্থ হলে এটি অপরাধ হিসেবে গণ্য হবে। তার জন্য তিনি দুই বছর অথবা ন্যূনতম ৬ মাস কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়ে দণ্ডে দণ্ডিত হবেন। তবে উভয়ের অপরাধ পেলে অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন।
বর্তমানে আমরা সমাজে বাল্য বিবাহ নিয়ে সচেতনতা মূলক প্রতিরোধে সার্বক্ষণিক কার্যক্রম চলমান রেখেছি ও বিভিন্ন সকল ইউএনওদের এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোর কনভিন্স বিষয় টি নজরে রাখার দিক- নির্দেশনা দেওয়া রয়েছে বলে জানান।