• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর লেবানন থেকে ফিরেছেন আরো ৯৪ বাংলাদেশি ইজতেমা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি মোতায়েন ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক ৮০ হাজার কোটি টাকার অনিয়ম: হাসিনা-রেহানা-জয়ের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে : সিইসি ট্রাইব্যুনালে আনা হলো সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১৬ জনকে মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে সেমিফাইনালে বাংলাদেশ বিডিআর হত্যাকাণ্ড: ন্যায়বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি মেঘালয় থেকে নিয়ে আসা ১ কোটি ৫৫ লাখ টাকার কাপড়ের চালান নৌ পথে জব্দ

চালু হলো কাজিরহাট আরিচা নৌ রুটের স্পিডবোর্ড সার্ভিস

শরিফুল ইসলাম (পাবনা) থেকেঃ / ২৬ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

শরিফুল ইসলাম (পাবনা) থেকেঃ উত্তর বঙ্গের বেশ কয়েকটি জেলার মানুষ যমুনা সেতু’কে এবয়েড করে অল্প সময়ে স্বল্প খরচে নিরাপদে ঢাকার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন পাবনার কাজিরহাট আরিচ নৌ রুট।

গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যর্থনের মধ্য দিয়ে আওয়ামীলীগ সরকার পতনের পর বিভিন্ন কারণেই কাজিরহাট আরিচা নৌ রুটের স্পিডবোর্ডের মালিকরাও আত্মগোপনে চলে যাওয়ায় স্পিডবোট সার্ভিসটি বন্ধ হয়ে যায়।

নৌ রুটের দ্রুততম জান স্পিডবোর্ড সার্ভিসটি পুনরায় চালু করার লক্ষ্যে বিআইডব্লিউটিএ নতুন স্পিড বোর্ড মালিকদের, মালিকানা যাচাই স্পীডবোর্ডের ফিটনেস চেক, দক্ষ চালক ও প্রতিটি যাত্রীর জন্য আলাদা করে লাইভ জেকেট নিশ্চয়তা প্রদান করে গতকাল ১৪ ই ডিসেম্বর শনিবার বেলা ১১:৩০ মিনিটে কাজিরহাট আরিচা নৌ রুটে স্পিডবোর্ড সার্ভিসটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিআইডব্লিউটিএর বন্দর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন স্পিডবোর্ড সার্ভিসটির শুভ উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল, আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর হোসেন, স্পিডবোর্ডের মালিক ও যাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় স্পিডবোর্ডের মালিকগণ বলেন প্রতিটি যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করে আমরা সর্বদা স্পিডবোর্ড সার্ভিস দিয়ে যাওয়ার চেষ্টা করব।

এদিকে দীর্ঘ চার মাস পর কাজিরহাট আরিচা নৌ রুটে স্পিডবোর্ড সার্ভিস টি চালু হওয়ায় যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করে বলেন আমরা এ স্পিডবোর্ডের মাধ্যমে খুব অল্প সময়ে ঢাকার সাথে যোগাযোগ করতে পারি এতে আমাদের অনেক সুবিধা হয়।

কাজিরহাট নৌ রুট দিয়ে পারাপার হওয়া সকল যাত্রীদের জান মালের হেফাজত ও নিরাপত্তা নিশ্চিত করতে আমিনপুর থানা পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আলমগীর হোসেন এ বিষয়ে পোর্ট অফিসার আব্দুল ওয়াকিল বলেন যাত্রী এবং স্পিডবোর্ডের মালিকদের কথা বিবেচনা করেই স্পিডবোর্ডের ভাড়া নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...