• বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর লেবানন থেকে ফিরেছেন আরো ৯৪ বাংলাদেশি ইজতেমা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি মোতায়েন ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক ৮০ হাজার কোটি টাকার অনিয়ম: হাসিনা-রেহানা-জয়ের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে : সিইসি ট্রাইব্যুনালে আনা হলো সাবেক মন্ত্রী-উপদেষ্টাসহ ১৬ জনকে মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে সেমিফাইনালে বাংলাদেশ বিডিআর হত্যাকাণ্ড: ন্যায়বিচার নিশ্চিতে ৫ কার্যদিবসের মধ্যে কমিটি মেঘালয় থেকে নিয়ে আসা ১ কোটি ৫৫ লাখ টাকার কাপড়ের চালান নৌ পথে জব্দ

ইভিএমে নয়, জাতীয় নির্বাচন হবে ব্যালটে : সিইসি

নিজস্ব প্রতিবেদক: / ৩ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব  প্রতিবেদক: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়, আগামী জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। আর যেকোনো সময় নির্বাচন করতে কমিশন প্রস্তুত আছে বলে জানান তিনি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিইসি এসব কথা বলেন। প্রতি পাঁচ বছর পর দেশে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। আগে সব আসনে সনাতনী ব্যালট পেপার আর স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে ভোট নেওয়া হতো। কিন্তু একাদশ সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইভিএমে ভোট হলেও দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যালটে ভোট হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করলে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।

এর মধ্যে গতকাল বিজয় দিবসের দিন সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন হতে পারে।

আজ প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিয়ে করা এক প্রশ্নের জবাবে সিইসি নাসির উদ্দীন বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই কাজ শুরু করেছি। জাতীয় নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার, তার সবই আমাদের রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময় ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আগামী সংসদ নির্বাচন ইভিএমে নয়, ব্যালটে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...