• মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আরো বিনিয়োগ আনতে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরুন: বেপজাকে প্রধান উপদেষ্টা আমিনপুরে সেনাবাহিনীর অভিযানে বন্দুক সহ সন্ত্রাসী বাবু গ্রেফতার চট্টগ্রাম আদালতে ১ হাজার ৯১১টি মামলার নথি গায়েব! সাদা পোশাকে আর কাউকে গ্রেপ্তার করা যাবে না :ডিবি কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ ছাত্রলীগের আকস্মিক হামলায় ৩ সমন্বয়ক আহত গোবিন্দগঞ্জে ভূমিদস্যু’র আগুনে পুড়ল সাঁওতালপল্লী বিবিসি নিউজ টুয়েন্টিফোর এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় জেলা প্রশাসকদের মুন্সিগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ / ৬৮ পাঠক ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়ায় সাংবাদিকদের নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন এ নিয়ে থানায় দেয়া হয়েছে লিখিত অভিযোগ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৬ ডিসেম্বর উপজেলার জিয়ানগর কালবার্ট রোড এর উত্তর পাশে মোঃ আসলাম হোসেন ( ওরফে) হেলাল গং তাহার ৬ষ্ঠ তলার ভবনের কনস্ট্রাকশন কাজ চলছে কোন প্রকার সেফটি ছাড়াই চালিয়ে যাচ্ছেন। গত ২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে আনুমানিক বিকাল ০৫ ঘটিকায় উক্ত ভবন থেকে সেনেটারী মিস্ত্রী মোঃ শরিফুল কাজ চলাকালীন সময় ২য় তলা থেকে নিচে পড়ে অত্যন্ত খারাপ ভাবে জখম হয়।

সেনেটারী মিস্ত্রীর আহতের বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল বিডিসি ক্রাইম বার্তায় রিপোর্টার ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মেহেদী হাসানসহ দু’জন সাংবাদিক মুভি বাংলা তরিকুল, দৈনিক সংবাদ সারাবেলার সাংবাদিক মোহাম্মদ জাকির লস্কর তথ্য সংগ্রহ করতে গেলে তাদেরকে এ হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগীরা জানান গত ২৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১২ টায় তার ভবনের পাশে গিয়ে কন্ট্রাকটরের লাইসেন্স আছে কিনা , এবং আহত ব্যক্তির ব্যাপারে যে,তার চিকিৎসার ব্যবস্থা গ্রহন করেছে কিনা জানতে চাইলে মোঃ আসলাম হোসেন ( ওরফে) হেলাল আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আমাদের’কে মামলা দেয়ার ও প্রাণনাশের হুমকি দেয় আমাদের পরিচয় পত্রের ছবি তুলে রাখে। এ বিষয়ে মোঃ আসলাম হোসেন ( ওরফে) হেলালের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেনি।

এবিষয়ে বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের সভাপতি নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক বলেন, প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দেওয়া একটি অপরাধ। থানায় জিডি হয়েছে আশা করি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। অপরাধীকে গ্রেপ্তার না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ অনলাইন কল্যাণ ইউনিয়ন বসকোর কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মোঃ ফয়সাল হাওলাদার বলেন, তথ্য চাইলে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেওয়া অপরাধ, সাংবাদিকরা হলো জাতীর বিবেক , আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোঃ সোহরাব হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...