নিজস্ব প্রতিনিধিঃ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির অষ্টাদশ নির্বাচন সম্পন্ন হয়েছে ।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট ফার্মভিউ সুপার মার্কেটের ৬ষ্ঠ তলায় সমিতির নিজস্ব কার্যালয়ে কমিটির আজীবন সদস্য ও সাধারণ ভোটারা নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন। সভাপতি পদে প্রকৌশলী বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক পদে তরুণ অর্থনীতিবিদ মনিরুজ্জামান মাতুব্বর (ইকু মনির) বিপুল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে সভাপতি সাধারণ সম্পাদককে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন সমিতির সদদ্যরা এসময় সভাপতি বেলায়েত হোসেন বলেন, মঠবাড়িয়া জনকল্যাণ সমিতি ঢাকার সকল সদস্যদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা ভোটের মাধ্যমে আমার উপরে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সবার সাথে আলোচনা করে একটি জনকল্যাণকর সমিতিতে রূপান্তরিত করার জন্য প্রচেষ্টা থাকবো।
সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাতুব্বর বলেন, দল মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে এই সমিতি । সকল সদস্যদের মতামত কে প্রাধান্য দিয়ে এই সমিতির উন্নয়নে কাজ করে যাব ইনশাল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।