• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

সুবিচার নিশ্চিত করে সরকার প্রমাণ করতে চায় শেখ হাসিনার চাইতে ভিন্ন: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: / ১৩ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব  প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা। শেখ হাসিনার চাইতে এ সরকারের বিচার যে ভিন্ন, তা প্রমাণ করতে চায়। তাই বিচারে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব এট্রোসিটি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।আসিফ নজরুল বলেন, বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই। যত দ্রুত সম্ভব বিচার করবো।রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার বিষয়ে তিনি বলেন, সংস্কার করার উদ্দেশ্য ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনও শাসক এত নির্মম হয়ে উঠতে না পারে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এতে বলেন, অতীতে ট্রাইব্যুনালকে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল, এবার যেন এমনটা না হয়, সে লক্ষ্যে কাজ চলছে। আগস্ট আন্দোলনে কারা পেছন থেকে নির্দেশ দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ন্যায় বিচার নিশ্চিত করা ও যথাযথ প্রক্রিয়ায় বিচার এগিয়ে নিতে কিছুটা সময় দিতে শহীদ পরিবারের প্রতি অনুরোধ জানান তাজুল ইসলাম। বলেছেন, যুক্তি সঙ্গত সময় নিবো আমরা, বিচারে দেরি করা হবে না। শহীদ পরিবারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...