• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

আ’লীগের খোলস পাল্টে এখন বিএনপির নেতা রয়েছে বাজার দখলের অভিযোগ

সংবাদদাতা / ৩৫ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

শরীয়তপুর প্রতিনিধি: ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের নেতাদের সাথে ছিল নিয়মিত ওঠাবসা। নিজের এলাকা দাঁপিয়ে বেড়াতেন আওয়ামী লীগ নেতা পরিচয়ে। শরীয়তপুর ১ আসনের সাবেক এমপি ও আওয়ামি লীগ সদস্য ইকবাল হোসেন অপুর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ছিলেন সর্ব মহলে। তবে এখন বিএনপি নেতা পরিচয়ে করছেন কাঁচা বাজার ও অন্যের জমি দখলের চেষ্টা।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে তিনি হয়ে গেছেন বিএনপির নেতা। নিজেকে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দাবি করে করে সম্প্রতি একটি কাঁচা বাজার দখল ও চাঁদাবাজি করে আলোচনায় আসেন তিনি। এরপর বিকে নগর বাজারে বিএনপির ক্লাব উদ্ভোধন, বিএনপির বিভিন্ন মিছিল মিটিংয়েও বর্তমানে সক্রিয় দেখা যাচ্ছে তাকে। তবে তিনি পরিচিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ঘনিষ্ঠ জন এবং উপজেলা আ’লীগের নেতা হিসেবে।

অভিযোগ রয়েছে, সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সমর্থনে বিকে নগর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়ে ছিলেন তিনি। আ’লীগ নেতা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তারসহ আ’লীগের প্রায় সকল রাজনৈতিক অনুষ্ঠানে প্রথম কাতারে থাকতেন তিনি। আ’লীগের সক্রিয় কর্মী হিসেবে নিয়েছেন দলীয় নানান সুবিধাও।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই বিএনপির বিভিন্ন নেতা কর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলতে মরিয়া হয়ে ওঠেন তিনি। এজন্য বিএনপির প্রায় সকল অনুষ্ঠানে নিজের অনুসারীদের নিয়ে স্ব- দলবলে উপস্থিত হয়ে সম্মুখ সারীতে বসে বিএনপির নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টার পাশাপাশি বিভিন্ন মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন রাজ্জাক মাদবর। সম্প্রতি বিকে নগর আনন্দ বাজারে একটি কাঁচা বাজারে প্রায় দুই শতাধিক দোকান দখল করে চাঁদাবাজি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসময় তিনি নিজেকে বিকে নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দাবি করেন। তবে উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার বিষয় টি অস্বীকার করেছেন।

 

নিজেকে বিএনপি নেতা দাবি করলেও তার নিকটস্থ সবাই এক সময়ের আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো। জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর বিকে নগর ইউনিয়নের ১০৭- নং কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপুর নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন তিনি। তার সাথে রয়েছেন যুবলীগ ও ছাত্র লীগের পদধারী অনেকেই। রাজ্জাক মাদবরের প্রতিবেশী ও স্থানীয়’রা বলেন, রাজ্জাক মাদবর আ’লীগের সুবিধা ভোগী নেতা। সে সাবেক এমপির খাস লোক হিসেবে পরিচিত ছিলো। এখন শুনতেছি, সে বিএনপি করে। বিএনপির বিভিন্ন মিছিল মিটিংয়েও তাকে দেখা যাচ্ছে আজকাল।

এ বিষয়ে জানতে চাইলে রাজ্জাক মাদবর অস্বীকার করে বলেন, বিষয় টি মিথ্যা ও ভিত্তিহীন। আমি উপজেলা সাধারণ সম্পাদক হতে পারিনি বলে অভিমানে বিএনপির সাথে একটু দুরত্ব তৈরি হয়ে ছিলো বিএনপি নেতাদের সাথে যোগাযোগ বন্ধ ছিলো। আর আমি এমপির খাস লোক ও না।তবে এখন আমি ইউনিয়ন যুগ্ন আহবায়ক। আমি চাঁদা তুলি না বরং আমি চাঁদা দেই গরিব ও শিক্ষার্থী’দের। কাঁচা বাজার সহ বাজারের আশপাশে আমাদের পৈতৃক সম্পত্তির পরিমাণ প্রায় ১৪ বিঘা। ওখান থেকে ৫ দাগে ১৬ শতাংশ জমি কিনে একজন পুরো সম্পত্তি দখল করে। আমরা সেটা উদ্ধার করেছি।

এবিষয়ে জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার জানান, বিকে নগর ইউনিয়ন বিএনপির ২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন, মিজান মুন্সী ও রফিক মাঝী। এর বাইরে সে কিছু জানে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...