• মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১

সংবাদদাতা / ৩ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শিহাব কবির নাহিদ (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ হামলা হয়। এক জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম। নিহত শিহাব কবির নাহিদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার নাছির উদ্দিনের ছেলে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, “এ ঘটনায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। কীভাবে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা জানা যায়নি। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে, আজ সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমান ঘাঁটির পাশের সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

ঠিক কখন এ হামলা হয়েছে, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।বিমান বাহিনী ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলা হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...