• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

৩১ বছর ধরে রাস্তা আংশিক থাকলেও নেই সেতু, জনদুর্ভোগ

সংবাদদাতা / ১৩৮ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

লালমনিরহাট প্রতিনিধিঃ- ৩১ বছর ধরে রাস্তা আংশিক থাকলেও নেই সেতু। আছে কেবল বিস্তৃর্ণ খাল। এমন জনপদে কোমলমতী শিশুদের স্কুল চলে জোয়ার ভাটার ওপর নির্ভর করে। কর্তৃপক্ষকের কাছে বার বার আবেদন করেও কোন কাজে আসেনি। এতে এলাকাবাসি ক্ষুব্ধ।

বুধবার (২৪ আগষ্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর গ্রামের চর-সরিষাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসা যাওয়ার একমাত্র রাস্তাটির বেহাল অবস্থা। ঝুঁকি নিয়ে প্রত্যন্ত অঞ্চলের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের লেখা পড়া চলছে। জোয়ার ভাটার এ জীবনে সামান্য পানিতে স্কুলে যেতে পারে না। আছে জীবন হারানোর ভয়। তবুও ঝুঁকি নিয়েই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে স্কুলে আসা- যাওয়া করেন ছাত্রছাত্রী।

এ বিষয়ে চর- সরিষাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাওসার বলেন, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ঝুঁকি নিয়ে আমাদেরকে স্কুলে আসা যাওয়া করতে হচ্ছে। এই রাস্তা এবং একটি সেতুর জন্য বার বার আবেদন করছি কিন্তু কোন লাভ হয়নি। একটু পানি হলেই ব্যাগে করে বাড়তি কাপড় নিয়ে আসতে হয়। এই দুর্ভোগ থেকে আমরা পরিত্রাণ চাই।

এলাকাবাসি কয়েকজন বলেন, ৩১ বছর ধরে আমাদের একমাত্র সমস্যা রাস্তা এবং সেতুর। ভোট আসলেই সবাই এই রাস্তা এবং সেতু নির্মাণ করে দেওয়া প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট শেষ হলে আর কারো দেখা পাওয়া যায় না।কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ফেরদৌস আহমেদ বলেন, এ জনদুর্ভোগ পরিত্রাণের জন্য দ্রুত রাস্তা এবং সেতুর কাজ করা হবে।#

মসজিদের সামনে শ্মশানঘাট নির্মাণ! শ্রীনগরে মানববন্ধন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...