• মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ড. ইউনূস

সংবাদদাতা / ৪ পাঠক ভিউ
আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে— ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দেশের অর্থনীতি সহজ করেছে সরকার, এমন দাবিও করেন তিনি। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এসময় দেশে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে সরকারের গ্রহণযোগ্যতা নিয়েও ইতিবাচক বার্তা দেন ড. মুহাম্মদ ইউনূস। বলেন, দেশে-বিদেশে সরকার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়ার পর সাম্প্রতিক যে কয়েকটি ঘটনাপ্রবাহ নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেন সেগুলো হলো: দেশে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বৈরাচার পতনের সময়কার সাথে বর্তমানে বিভিন্ন মহলের ঐক্যের পরিবর্তন, সেনাবাহিনীর প্রত্যক্ষ-পরোক্ষ অবস্থান, আন্তর্জাতিক সম্পর্ক— বিশেষ করে প্রতিবেশী ভারতের সাথে পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক অবস্থা এবং নির্বাচনী ট্রেনের গন্তব্যের পাশাপাশি দেশের রাজনীতিতে আ. লীগের পরবর্তী অবস্থান। সংস্কার ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, এটির শুরু এখনও হয়নি। অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে, তারা রিপোর্ট প্রকাশ করবে। বিষয়টি সময়সাপেক্ষ। তবে ইতিবাচক আবহ খুব শিগরিরই দেখা যাবে বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বলেন, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি। পুলিশ বাহিনী পুরোদমে কাজে ফিরতে কিছুটা সময় লেগেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটা থানায় সহজ উপায়ে জনসাধারণকে সেবা দেয়ার প্রক্রিয়া চলছে। অনলাইনে বেশকিছু কাজ করা সম্ভব এখন, যা হয়রানি অনেকটাই কমিয়ে দিয়েছে।

শেখ হাসিনার সরকার পতনের ঠিক পরে দেশের সর্বস্তরের মানুষের ভেতর এক ধরণের ঐক্য ও মেলবন্ধন দেখা গিয়েছিল। এটি অন্তর্বর্তী সরকার গঠনে সমর্থন দিয়েছে, রসদ জুগিয়েছে। সেই জোয়ারে ভাটা পড়েছে কি না— এমন প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা জানান, ঐক্য এখনও বিদ্যমান। বলেন, আমারতো অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করছে, এরকম কোনো খবরতো আমি পাইনি এখনও। সেনাবাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা এখনও রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। অপরদিকে, ঢাকা-দিল্লি আন্তর্জাতিক সম্পর্কে কোনও অবনতি হয়নি বলে মনে করেন তিনি। সবশেষে, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যত ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, সবাই মিলে যা ঠিক করবে আমরা সেটিই করবো। আমরা সবাই এই দেশের নাগরিক। এই দেশ থেকে কারও অধিকার কেড়ে নেয়ার কোনো উপায় নেই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিৎ, তার বিচার হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...