• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের আবু রাহাত

সংবাদদাতা / ১৫৭ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

বিডিসি ক্রাইম বার্তা ডেস্কঃ- কুয়েতে ১১ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় (ছোট গ্রুপে) তৃতীয় হয়েছে বাংলাদেশি হাফেজ আবু রাহাত। দেশটির আমির নওয়াফ আল- আহমেদ আল- জাবের আল- সাবাহর তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকালে সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনূর্ধ্ব ১৩ বছরের গ্রুপে তৃতীয় হওয়ায় আবু রাহাত পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।

গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান করে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়। তিন ক্যাটাগরিতে বাংলাদেশসহ অন্যান্য বিজয়ীরা পুরস্কার পেয়েছেন। এ প্রতিযোগিতায় কুয়েত, সৌদি আরব, মিশর, লিবিয়া ও ইয়েমেনের বিশেষজ্ঞ বিচারকরা দায়িত্ব পালন করেন।

হাফেজ আবু রাহাত রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। বাংলাদেশ থেকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন এ কৃতি শিক্ষার্থী। এর আগে হাফেজ আবু রাহাত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা- ২০২০ পিএইচপি কুরআনের আলোয় প্রথম স্থান অধিকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...