• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বিচারের পর আ.লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না: প্রধান উপদেষ্টা সীমান্তের বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যের ভাতিজা ইয়াবাসহ আটক আওয়ামীপন্থী পুলিশ কর্মকর্তাদের নামের তালিকায় ময়মনসিংহের ওসি সফিকুল ইসলাম ভাড়া বাড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ, মৃত্যু নিয়ে ধোঁয়াশা যুবদল নেতা হত্যা মামলায় পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী কারাগারে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সম্ভাব্যতা যাচাইয়ে হচ্ছে কমিটি, আন্দোলন স্থগিত গাজায় ইসরায়েলি হামলায় আরো অর্ধশত ফিলিস্তিনি নিহত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে

আগামী বিপিএল কাঁপাবে একঝাঁক পাকিস্তানি তারকা

সংবাদদাতা / ১০৬ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ক্রীড়া ডেস্কঃ- বিপিএলের নবম আসরের ঘোষণা আসার পর বিশ্বমানের প্লেয়ার পাওয়া নিয়ে সংশয় থাকলেও, সময়ের সাথে সাথে তার অনেকটাই যেন দূর হয়ে যাচ্ছে। যার বড় অংশেরই জোগান দিচ্ছে পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তানের তারকা ক্রিকেটারদের নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিদের মাঝে। ফ্র্যাঞ্চাইজি গুলো যোগাযোগ করতে শুরু করেছে ক্রিকেটারদের এজেন্টদের সাথে। এরই মধ্যে কারো কারো সাথে চুক্তি হয়েও গেছে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে।

টি- টোয়েন্টি ক্রিকেটের বিশ্বের সেরা দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমসহ একাধিক তারকা ক্রিকেটাকে দেখা যেতে পারে এবারের আসরে। দেখা যেতে পারে শোয়েব মালিক, মোহাম্মদ আমির, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী, নাসিম শাহ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ মতো তারকা ক্রিকেটারদেরকেও। মোহাম্মদ আমিরকে চুক্তিবদ্ধ করে ফেলেছে সিলেট স্ট্রাইকার্স। শোনা যাচ্ছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকেও দলে টানতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। বরাবরের মতো চমকপ্রদ দল গড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শোনা যাচ্ছে কুমিল্লার হয়েই এবার দেখা যেতে পারে মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিকে। রংপুর সম্পর্কে শোনা যাচ্ছে, ইতো মধ্যেই নাকি তারা নিশ্চিত করে ফেলেছে শোয়েব মালিক ও মোহাম্মদ নাওয়াজকে। হারিস রউফ কেও দেখা যেতে পারে এই দলে। মূলত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের।

তবে একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে ক্যারিবীয় ক্রিকেটাররা নাম লিখিয়ে ফেলায়, সিরিজ পিছিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ফলে পাকিস্তানি ক্রিকেটাররাও সুযোগের সদ্ব্যবহার করছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লিখিয়ে। পাকিস্তান ছাড়াও শ্রীলঙ্কান ক্রিকেটারদের আধিপত্যও দেখা যেতে পারে বিপিএলে। থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস ইতোমধ্যেই সিলেট স্ট্রাইকার্সে নিশ্চিত হয়ে গেছেন। আর ক্যারিবীয়রা তো বিশ্ব ক্রিকেটে বরাবরই চাহিদার শীর্ষে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...