রাঙ্গাবলী (পটুয়াখালী) প্রতিনিধিঃ– পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল রাঙ্গাবালীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে জেলেরা আবার ইলিশ ধরা শুরু করবে সাগরে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজার জাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ মধ্য রাতে সে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই জাল নিয়ে নদীতে ছুটছে জেলেরা।#