নাসির উদ্দীন, শরীয়তপুর প্রতিনিধিঃ
দেশে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ২৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে শুক্রবার (৩১-মার্চ) দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এই প্রণোদনা বিতরণ করা হয়।
বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক কৃষাণীর উপস্থিতিতে আয়োজিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জাজিরার পৌর মেয়র মোঃ ইদ্রিস মাদবর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রাণী বিশ্বাস সহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।
পরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন বলেন, প্রণোদনা কর্মসূচি তে প্রতিজন কৃষককে পাঁচ কেজি আউশ ধানের বীজ, দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমও পি সার দেয়া হয়েছে। যা দিয়ে এক বিঘা জমিতে আউশ চাষাবাদ সম্ভব বলেও জানান তিনি। এসময় সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচি তুলে ধরেন জামাল হোসেন।