• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্রীসহ নিহত ৪

অনলাইন  ডেস্ক: / ১১৮ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার বাঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশনি আক্তার, একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, অটোরিকশাচালক নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হাকিম মিয়া এবং গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়ার ছেলে মোস্তফা মিয়া। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...