• সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফেনীতে সাংবাদিক সোহেলকে মহিপাল হত্যা মামলায় জড়ানোর অভিযোগ! ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটি কোটি হাতিয়ে নিয়েছেন হায়দার আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকেও হলেন হত্যা মামলার আসামী চেন্নাই টেস্টে টাইগারদের রেকর্ড ব্যবধানে হারাল ভারত মুন্সীগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের চাপের মুখে কর্মকর্তারা সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার তারিখ নির্ধারণ আন্দোল‌নে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় ঢাকায় চীনা মেডিকেল টিম ভারতের বিশেষ অনুরোধে ইলিশ রপ্তানির অনুমতি: মৎস্য উপদেষ্টা বালুরঘাট দখল নিয়ে কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

দশমিনায় বরযাত্রীবাহী ট্রলারডুবি: ৪৫ ঘন্টায় নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ / ১৩৩ Time View
Update : সোমবার, ১ মে, ২০২৩

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলারডুবিতে নিখোঁজের ৪৫ ঘন্টার মধ্যে বরসহ অবশিষ্ট নিখোঁজ ৪ জনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হলো।

রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে তেঁতুলিয়া নদীর বদনাতলী এলাকায় বর রাব্বি (২৫) ও তার মা সেলিনা বেগমের (৪৫) ভাসমান মরদেহ স্থানীয় জেলেরা দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন। এরপর একই দিন সকাল সাড়ে ১০ টার দিকে তেঁতুলিয়া নদীর পাতার চর এলাকায় মারুফা (৫) ও দুপুর পৌনে ২ টার দিকে খাদিজার (৮) ভাসমান মরদেহ দেখে জেলেরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে উপজেলার আউলিয়াপুর গ্রামে বরের বাড়িতে নিয়ে আসে।

এতে ট্রলারডুবির ঘটনায় নিখোজ বাকী চার জনের সবকটি মরদেহ উদ্ধার হলো।

নিহত বর রাব্বি ও তার মা সেলিনা বেগম উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হাওলাদারের পুত্র ও স্ত্রী। নিহত মারুফা উপজেলার চরবোরহান ইউনিয়নের চর উত্তর শাহজালাল গ্রামের বেল্লাল মুন্সীর মেয়ে ও নিহত খাদিজা রণগোপালদী ইউনিয়নের উত্তর রণগোপালদী গ্রামের দলিল উদ্দিনের মেয়ে।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দ্বীপাঞ্চল চরবোরহান ইউনিয়নের চর উত্তর শাহজালাল গ্রাম থেকে আউলিয়াপুর লঞ্চঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা নববধূসহ ১৬ জন লোক নিয়ে ওই বরযাত্রীবাহী ট্রলার তেঁতুলিয়া নদীর মাঝে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় কনেসহ অন্যান্য স্বজনরা জীবিত উদ্ধার হলেও বর ও বরের মা সহ ৫ জন নিখোঁজ হয়। নিখোঁজের কয়েক ঘন্টা পরই লিপি বেগম (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধারকারীরা উদ্ধারে সক্ষম হলেও নিখোঁজ থেকে যায় বর রাব্বিসহ ৪ জন।

নিহত লিপি বেগম উপজেলার রণগোপালদী ইউনিয়নের উত্তর রণগোপালদী গ্রামের দলিল উদ্দিনের স্ত্রী। রবিবার বিকাল ৪ টায় স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে উদ্ধার ৪ জনের জানাযা সম্পন্ন হয়।

দশমিনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা নাজ নীরা বলেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে এ ব্যাপারে মাইকিংসহ বিভিন্ন ধরনের প্রচার প্রচারনা চালানো হবে। নিহতদের লাশ অতি স্বত্ত্বর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন কাফন বাবদ প্রত্যেকের স্বজনদের কাছে জন প্রতি ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। আমার ব্যক্তিগত তহবিল থেকেও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category