• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত: ওবায়দুল কাদের

অনলাইন  ডেস্ক: / ১১৫ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে- ‘বিদেশ সফরে গিয়ে শেখ হাসিনা কিছুই আনতে পারেননি, খালি হাতে ফিরবেন’। আসলে মনটা যাদের ছোট, তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করেন না, তাদের রাজনীতি করার প্রয়োজন নেই। দেশের অর্জন আমাদের সবার অর্জন। এটা আওয়ামী লীগের একার অর্জন নয়, সারাদেশের মানুষের অর্জন।

তিনি বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর থেকে চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে। আমাদের রাজনীতি হিংসামুক্ত- এখনো এ কথা দাবি করতে পারি না। রাজনীতিতে নষ্ট ধারা এখনো প্রবাহিত। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলে দলে বিভক্ত হয়ে দেওয়াল তৈরির রাজনীতি নয়, রাজনীতিতে সম্পর্কের সেতু তৈরি করতে হবে। যুদ্ধ-বিদ্রোহ নয়, শান্তির রাজনীতি প্রয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সম্প্রীতির সুবাতাস সৃষ্টি করতে হবে। এটা রাজনৈতিক অধিপতিদের দায়িত্ব ও কর্তব্য। হিংসা-হানাহানি যুদ্ধ-বিদ্রোহ কিংবা সহিংসতা নয়, শান্তির পথ দেখাতে হবে।

বৌদ্ধ সম্প্রদায়ের বুদ্ধ পূর্ণিমা উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, সন্ত্রাস চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনাবিরোধী সন্ত্রাসকে রুখতে হবে। নষ্ট, অসুস্থ, সন্ত্রাস, সহিংসতার রাজনীতিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে দিয়েছিলো, আজ তারা ভুল স্বীকার করে প্রধানমন্ত্রীকে সম্মাননা দিয়েছেন। তারা ২৫ হাজার কোটি টাকা বাজেট সহায়তা দিয়েছেন। আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশকে খাটো করবেন না। শেখ হাসিনা নালিশ করতে যাননি, দেশের অর্জনের জন্য গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...